সভাপতির বাণী

আমার পিতা আলহাজ্ব মো: আবদুল বারী হিলচিয়া গ্রাম থেকে বড় হওয়া একজন অসামান্য আলোকিত মানুষ। তাঁর আলোয় উদ্ভাসিত তাঁর ৫ সন্তান। নিজ সন্তানদের সাথে এলাকার সবাই শিক্ষিত হোক, জীবনে উন্নতি করুক এই ছিলো তাঁর স্বপ্ন।
সমস্যা পিড়িত কতো মানুষকে যে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন, চাকুরির ব্যবস্থা করেছেন, প্রয়োজনীয় সুপরামর্শ দিয়ে সাহায্য করেছেন তার শেষ নেই। তিনি কর্তব্যপরায়ণ ও ধর্মানুরাগী ছিলেন তার সাথে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে নিজ ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করেছেন।

তাঁরই নামে প্রতিষ্ঠিত এই উচ্চবিদ্যালয়ের বর্তমান ও অনাগত ছাত্র ছাত্রীগণ সুশিক্ষা নিয়ে আলোকিত হবে, অন্যদেরকে আলোকিত করবে, মানবিক মানুষ হিসাবে সৎ জীবন যাপন করবে- তাহলে তাঁর স্বপ্ন সফল হবে। তিনি যে আলোকবর্তিকা জ্বেলে রেখে গেছেন তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রজ্বলিত থাকবে।

মানুষের কল্যানের জন্য, সমাজের মঙ্গলের জন্য, দেশের উন্নয়ন তথা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীগণ অবদান রাখবে – এই আমার আন্তরিক প্রত্যাশা।