প্রধান শিক্ষকের বাণী

সততা ও নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। স্বামী বিবেকানন্দের মতে, “প্রত্যেক শিশুই অনন্ত শক্তির অধিকারী, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে মানুষ হিসেবে।”
আর একটি আদর্শ শিক্ষাঙ্গনই ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর প্রতিভাকে জাগ্রত করে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেয়।

উত্তম শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। আর এই পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুণগত শিক্ষার মজবুত ভিত। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের হাত ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সে লক্ষ্যেই এগিয়ে চলেছে। আর তারই ধারাবাহিকতায় হাজী আব্দুল বারী উচ্চ বিদ্যালয় পরিকল্পিত শিক্ষাব্যবস্থাপনা, যোগ্য শিক্ষকমণ্ডলী ও কারিকুলামের ওপর নির্ভর করে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে ২০১২ সাল হতে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই পড়ার মাঝে,পরীক্ষা পাসের মাঝে সীমাবদ্ধ না রেখে মূল্যবোধ শিক্ষা, নৈতিক শিক্ষা, বিনয় ও ন্যায়ের পথে পরিচালিত হওয়ার দীক্ষা প্রদান করায় আমাদের লক্ষ্য।

বর্তমান সমাজের প্রয়োজনমতো চাহিদা ও ভবিষ্যৎ সমাজের সম্ভাব্য চিত্রকে সামনে রেখে হাজী আব্দুল বারী উচ্চ বিদ্যালয় শিক্ষাব্যবস্থা তথা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সদা সচেষ্ট।